Tuesday, December 31, 2013

car scanner in bangladesh

টয়েটা /লেক্সাস/স্কেন গাড়ীর স্কেনার,গিয়ার বক্স কেলিবেশন,কন্টলার বক্স কেলিবেশন আর ও অনেক কাজ করা যায় ।


এক প্রান্ত গাড়ীর DLC (Data Link Connector) তে এবং অপর প্রান্ত ল্যপটপের সাথে সংযোগ করতে হয়ে। ল্যাপটপে টয়োটার নিজস্ব বানানো প্রোগাম Toyota Tech-stream ব্যাবহার করা হয়, যা দ্বারা ১৯৯৬ সালের পর বানানো সব ধরনের টয়োটা কার ডায়াগনোসিস করা যায়।
এটি প্রফেশনালদের জন্য একটি আদর্শ টুলস্।
ফিচার সমূহ:
১। কোড রিডিং: গাড়ীর কোন সমস্যা হলে তখন ড্যাশ বোর্ডে চেক ইঞ্জিন লাম্প জ্বলে উঠে। গাড়ীতে স্কেনার সংযোগ করে কোড নং পড়া যায়। সাথে কোডের অর্থ জানা যায়।
২। কোড মোছা:
৩। চাবি রেজিস্ট্রেশন করা
৪। একটিভ টেস্ট (গাড়ীর বিভিন্ন একচুয়েটর সমূহ কার্যক্ষম আছে কিনা যানা যায়, যেমন ল্যাপটপের স্ক্রীন হতে যদি ফুয়েল পাম্প বন্ধ করা হয় তবে গাড়ীর ফুয়েল পাম্প বন্ধ হয়ে যাবে। এভাবে বিভিন্ন যান্ত্রাংশ কার্যক্ষম আছে কিনা জানা যায়।
৫। আর ও অনেক কিছু করা যায় ।
আমান মটরস, তাসিন মটরস পারস মার্কেট ,আব্দুল্লাপুর,উত্তরা ঢাকা ১২৩০।
phone   :-  01819000947

No comments: